কিশোরগঞ্জ ভৈরবে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কিশোরগঞ্জ ভৈরবে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মোঃ নাঈম মিয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভৈরব র‌্যাব -১৪ অভিযানে আজ ১১ মে সোমবার সকালে  ভৈরব উপজেলা দুর্জয় মোড়    এলাকা থেকে সাড়ে ৫৬ কেজি গাঁজা ও ১টি কাভার্ডভ্যান সহ ৩জন  মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

 

আটককৃতরা – হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. জমরুজ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম উজ্জ্বল (২৩), ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মরিচালী এলাকার আব্দুল হেকিম মণ্ডলের ছেলে রতন মিয়া (২৮) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইয়ারণ এলাকার আব্দুস সোবহানের ছেলে ইমরান হোসেন (২২)। রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের  জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভৈরব উপজেলার দুর্জয়মোড়  ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়।

 

এসময় সন্দেহ হলে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন জানিয়েছে  র‌্যাব।

Comment here