ছোট পর্দাবিনোদন

কি হতো বলে গেলে

বিনোদন প্রতিবেদক : সংগীত ক্যারিয়ারে এ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তাহসান। অভিনেতা হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। গান আর অভিনয় সমান তালেই চালিয়ে যাচ্ছেন এই তারকা।

সম্প্রতি ক্যারিয়ারে শততম নাটকের তালিকা ছুঁয়েছেন তাহসান। নাম “মেমোরিস- কল্পতরু’র গল্প”। গতকাল শনিবার রাতে এই অভিনেতা তার ফেসবুক পেজে প্রকাশ করেন নাটকের একটি পোস্টার। আর এর ক্যাপশনে তিনি লিখেছেন- “‘Memories- কল্পতরুর গল্প’ আর ‘কি হতো বলে গেলে’। নাটক আর গান, দুটোরই অভাবনীয় সাড়া, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর ধন্যবাদ বান্নাহ (নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ্), মুন্না (আকবর হায়দার মুন্না) ভাই, মাসুদ (মাসুদ উল হাসান) আর সবাইকে যাদের কারণে আমার ১০০তম কাজ এতটা স্মরণীয় হয়ে থাকলো।’’

এদিকে, তাহসানের শততম নাটক ‘মেমোরিস- কল্পতরু’র গল্প’ নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। আর এই নাটকের গল্প পাঠিয়েছে ফারিয়া কবির আভা নামের একজন ভক্ত। নাটকে তাহসানের সহশিল্পী শায়লা সাবি। এটি প্রকাশ হয়েছে ক্লাব ১১-এর ইউটিউব চ্যানেলে।

Comment here

Facebook Share