কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী

বিএনপির ঘুরে দাঁড়ানোর পন্থা জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি শুধুমাত্র আদর্শহীনতার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ২০ দল ও বিএনপি থেকে অনেকেই চলে যাচ্ছে এবং আরও অনেকেই যাবে।’

তবে আওয়ামী লীগ বিএনপির এমন খারাপ অবস্থা চায় না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বের পরিবর্তন করতে হবে। তবেই দলটি ঘুরে দাঁড়াতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে অনুরোধ জানাবো এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব রেখে আপনাদের দল কখনো আগাতে পারবে না। আমরা চাই, আপনারা এগিয়ে যান।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সে রায় কার্যকর করার প্রচেষ্টা চলছে। আমরা আশা করছি, এই প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ সফল হবো।

Comment here