নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে এয়ারপোর্ট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় কমপক্ষে ১৪ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে নিউরোসায়েন্স হাসাপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ফুটপাথে বাসের জন্য অপেক্ষারত ছিল যাত্রীরা। এ সময় একটি প্রাইভেটকার রাস্তার বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সময় একটি বাস স্টপেজে থামতে গেলে বাসের ধাক্কা এড়াতে প্রাইভেটকারের চালক ফুটপাথে গাড়ি তুলে দেন। এ সময় ফুটপাথে থাকা প্রায় ১৪ জন আহত হন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, এ ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Comment here