সাজাদুল ইসলাম,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ নিরোধ কমিটির দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ মার্চ)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে,আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি ও বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এম আরিফ-উজ-জামান, পিএফ জুলিয়া খানম জ্যোতি, আমিনুল ইসলাম, জেসি ইয়াসমীন, নাসরীন পারভান প্রমূখ।
Comment here