সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আগাম করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (১০মার্চ) সরকারি নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আগাম করোনা ভাইরাস আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়।
সেই সঙ্গে নিজেদের সুরক্ষা রেখে কী ভাবে করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে সেবা দেওয়া যাবে, সে বিষয়ে ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবু মো. জাকিরুল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের প্রতিদিনের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান,সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস মোকাবেলায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।তাই এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
Comment here