কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন

কুয়াকাটা  (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন। গত এক মাসে ৯টি ডলফিন ভেসে এসেছে। ডলফিনগুলোর মারা যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। তবে বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এক সপ্তাহের ব্যবধানে আজ বৃহস্পতিবারও ১২ ফুট দৈর্ঘ্যের বেশি একটি মৃত ডলফিন পাওয়া গেছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে চার কিলোমিটার পূর্বে ফরেস্ট ক্যাম্প পয়েন্ট সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পান জেলেরা। পরে স্থানীয় জেলেরা মৎস বিভাগককে জানান।

স্থানীয় জেলে রফিক জানান, মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে তিন-চার দিন আগে মারা গেছে। সৈকতে ঘুরতে এসে সকালে ডলফিনটিকে দেখতে পান।

শাহাবুদ্দিন নামে স্থানীয় আরেক জেলে জানান, কয়েকদিন ধরেই সাগর তীরে মৃত ডলফিন ভেসে আসছে। এগুলো মারা যাওয়ার কারণ বোঝা যাচ্ছে না।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে যতগুলো ডলফিন আসছে তারমধ্য এটি সবচেয়ে বড়। এর দৈর্ঘ্য ১২ ফুটের বেশি। ডলফিনের মৃত্যু রোধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,  ডলফিনগুলো মারা যাওয়ার সঠিক কারণ বলা যাচ্ছে না।  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। তবে এই ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যেতে পারে।

 

Comment here