ফ্লাইট স্টুয়ার্ড বা কেবিন ক্রু পদে লোক নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
যোগ্যতা: আবেদনকারীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে। ও লেভেলের জন্য ৫ বিষয়ের গড় ‘ডি’ ও এ লেভেলে দুই বিষয়ের গড় ‘ডি’ থাকতে হবে। বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৮ সেন্টিমিটার ও নারীদের ক্ষেত্রে ১৫৮ সেন্টিমিটার হতে হবে। নারী প্রার্থীদের অবিবাহিত হতে হবে। প্রার্থীর বয়স ১০ জুনের মধ্যে ২৫ বছর হতে হবে।
বেতন : ১৫ হাজার ৯০০-৩৮ হাজার ৪০০ টাকা
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট www.biman-airlines.com/corporate/jobs অথবা www.bbal.teletalk.com.bd অথবা www.biman.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আবেদন শুরু হবে ২০ মে সকাল ১০টা থেকে। আবেদনের শেষ সময় আগামী ১০ জুন রাত ১২টা পর্যন্ত।
Comment here