মোঃ আলেক উদ্দীন দেওয়ান, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩৬ বোতল ফেনসিডিলসহ সুমন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার ০৪ এপ্রিল রাত ১১ টার সময় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বহালাবাড়ি গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সুমন আলী (২৮)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে সোমবার ০৪ এপ্রিল রাত ১১ সময় শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চকের ঘাট, বাশের তৈরী সাঁকোর পশ্চিম পাড় সংলগ্ন কাচা রাস্তার উপরে অভিযান চালানো হয়।
এসময় ৩৬ বোতল ফেন্সিডিল মোবাইল ফোন ১টি, ২টি সীমকার্ড ও নগদ-২০০০/- টাকাসহ আসামী সুমনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা, ভারতীয় মদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির বিষয়টি স্বীকার করে।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর থানা হাজতে পেরণ করা হয়েছে।
Comment here