রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হিমেল নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ মঙ্গলবার রাতে শহীদ হাবিবুর রহমান হলের সামনে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত হিমেল বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদে শিক্ষার্থী মনমোহন বাপ্পা।
বাপ্পা বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হিমেল নিহত হন।
এদিকে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আশপাশে থাকা অন্তত ৫টি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নয়। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।’
Comment here