পুকুরে অন্য মাছের সঙ্গে বিরল প্রজাতির মাছ ধরা পড়ছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পুকুরে অন্য মাছের সঙ্গে বিরল প্রজাতির মাছ ধরা পড়ছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ,মোঃ জয়নাল উদ্দিন : শনিবার (১৯ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ  গ্রামের স্থানীয় একটি পুকুরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ।
 মাছটি দেখার জন্য উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ গ্রামের মোঃ লতিব মিয়া বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ৯থেকে ১০ ইঞ্চি। ওজন প্রায় হাফ  কেজি। গায়ে বিভিন্ন নক্সা রয়েছে।পুকুর থেকে মাছ টি  দৃষ্টিনন্দন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। বর্তমানে মাছটি রয়েছে উপজেলার লতিবাবাদ গ্রামের মোঃ লতিব মিয়া পুকুরে। লতিব বলেন, তিনি মাছটিকে তার পুকুরে  ছেড়ে দিয়েছে, দাঁত মানুষের দাঁতের মতো বলেও জানান তিনি।

Comment here