সেতুর মুখ বন্ধ করে তৈরি হচ্ছে ভবন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সেতুর মুখ বন্ধ করে তৈরি হচ্ছে ভবন

জয়ন্ত সাহা যতন : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে খালের পানি প্রবাহের জন্য নির্মিত সেতুর মুখ বন্ধ করে ভবন তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পূর্ব বাছহাটী গ্রামের রামগঞ্জ বাজার এলাকার প্রভাবশালী মনজু সরদার ভবনটি নির্মাণ করছেন বলে অভিযোগ।কয়েক একর জমির ফসল নিয়ে দুশ্চিন্তায় আছে এলাকাবাসী। দ্রুত ভবনটির নির্মাণকাজ বন্ধ করে সেতুর মুখ খুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, একই এলাকার মুনছুর আলী সরদারের (মৃত) ছেলে মনজু সেতুর মুখে মাটি ভরাট করে ভবন তুলছেন। এতে খালের দুই পাশের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। অনেক বছর ধরেই খালটি দিয়ে উজানের ঢল থেকে সৃষ্ট জলাবদ্ধতার পানি পাশের ষোলাগাড়ীর বিলে প্রবাহিত হচ্ছে। কিন্তু সেতুর মুখ বন্ধ করে দেওয়ায় পানি বিলে যেতে পারছে না। ফলে সেখানে পানি জমে গেছে। এতে কয়েক একর জমির ফসল হুমকির মুখে পড়েছে।

অভিযুক্ত মনজু বলেন, ‘আমার নিজস্ব জমিতে ভবনটি নির্মাণ করছি।

তবে নিচ দিয়ে যাতে খালের পানি বের হতে পারে সেজন্য রাস্তা রাখা হবে।

Comment here