নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ : সরকার ভোট ডাকাতি করে ক্যাসিনো-জুয়ার চাইতেও বড় অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার ভোট ডাকাতি করে ক্যাসিনো-জুয়ার চাইতেও বেশী অপরাধ করেছে। গত ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই ব্যালট বাক্স ভর্তি করেছে ফেলেছে। সরকার এদেশের মানুষের মৌলিক অধিকারকেই শুধু হরণ করেনি ,গণতন্ত্রকেও অবরুদ্ধ করেছে।’
খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বিশেষায়িত করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তাকে অবরুদ্ধ করে মানুষের প্রত্যাশাকেও অবরুদ্ধ করেছে সরকার। তাইতো যতই দিন যাচ্ছে বিএনপি ততই শক্তিশালী হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে ঈর্শ্বান্বিত হয়ে জোর করে সরকার তাকে আটকে রেখেছে। আগামী দিনে দলের সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা ঘরে ফিরবো ইন শা আল্লাহ।’
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আবু ওয়াহাব আকন্দ ও মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাস খান, গয়শ্বর চন্দ্র রায়, ডা. এ.জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডা. মাববুবুর রহমান লিটন, শ্যামা ওবায়েদ, শামসুল আলম তোফা, সুলতান সালাহ উদ্দিন টুকু, আব্দুল কাদের ভূইয়া জুয়েল।
Comment here