সারাদেশ

ক্রেতা সেজে অস্ত্রসহ যুবককে ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ায় ক্রেতা সেজে অস্ত্র কিনতে গিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ রোকন খান রাজিব (৩৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবক বগুড়ার কাহালু থানার প্রতাপপুর গ্রামের আতাউর রহমান খানের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা আছলাম আলী। তিনি জানান, আজ বিকেলে ক্রেতা সেজে অস্ত্র কিনতে যায় ডিবি পুলিশ সদস্যরা। বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় অস্ত্র কেনার কথা বলে অন্য পুলিশ সদস্যরা আড়ালে থাকে। পরে রাজিব অস্ত্র বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

Comment here

Facebook Share