শিবাঙ্গী সিংহ, কলকাতা: ইতিমধ্যেই উদ্বোধন হলো হাওড়া পুরী গামী বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রীদের সুবিধাতে গত বৃহস্পতিবারই চালু করা হয়েছে এই এক্সপ্রেসটি। রবিবার কটকে ভয়ঙ্কর ঝড়ে ট্রেনের মাথায় আছড়ে পরে গাছের ডাল। তাই বন্ধ হয়েছে ট্রেন পরিষেবা।
প্রসঙ্গত, প্রচন্ড ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে সেমি হাইস্পিড ট্রেনটির উইন্ডশিল্ডের উপর৷ মুহূর্তে উইন্ডশিল্ড ভেঙে যায়। জানা যাচ্ছে, আপাতত ভদ্রকের কাছে দাঁড়িয়ে আছে দুর্বার গতির ট্রেনটি৷ যেখানে ঘটনাটি হয়েছে সেটি ইস্ট-কোস্ট রেলের অংশ বলেই সূত্রের খবর। বিশেষত দুর্যোগের কারণে ভেঙে গিয়েছে প্যান্টোগ্রাফ ও। উল্লেখ্য পরিস্থিতি ঠিক হয়েছে। তাই দুর্যোগে গতি কমিয়ে চালানো হবে সুপারফাস্ট এক্সপ্রেস বন্দেভারত
Comment here