নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়।’
আজ শনিবার নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতির দাবিতে বিএনপির চলমান গণঅনশন কর্মসূচিতে জেএসডি সভাপতি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আসলে মগের মুল্লুকে আছি। সরকারকে বলব, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। সরকার কোনো দল বা ব্যক্তির নয়।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের সাথে আছি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জীবন দিতে হবে, তা ছাড়া সম্ভব নয়। রাজপথে যুবদল ছাত্রদলসহ সবাইকে জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে।’ সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান আসম আব্দুর রব।
Comment here