হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা আনুষ্ঠানিকভাবে জানাতে সংবাদ সম্মেলন করবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
আগামীকাল সোমবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত দুইমাস ধরে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। নানা শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে একাধিকবার পরামর্শও দেয় মেডিকেল বোর্ড।
Comment here