খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরবেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

খালেদা জিয়া আবার রাজনীতিতে ফিরবেন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আবার রাজনীতিতে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আমির খসরু এসব কথা বলেন।

আশা প্রকাশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি নিশ্চিত আমরা দেশনেত্রীকে মুক্ত করব। তিনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবেন, আগামী দিনে লাখো-কোটি জনতার সামনে বক্তব্য দেবেন।’

আগামী ১৯ আগস্ট খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি আছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘পরবর্তীতে প্রয়োজনে দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য আরও কঠোর কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকার ফিরে পেতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘অনির্বাচিত দখলদার স্বৈরাচারী সরকারের ক্ষমতা দখলের প্রকল্পের অংশ হিসেবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হচ্ছে। তার স্বাস্থ্য যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে। আগামী দিনে অনেক কথা প্রকাশিত হবে।’

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

আমির খসরু বলেন, ‘যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এর দায় শুধু সরকার নয়; সরকারের সঙ্গে জড়িত প্রত্যেককে বহন করতে হবে।’

তিনি বলেন, ‘আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন বিচার বিভাগ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, তখন দেশের মানুষ আর চুপ করে থাকতে পারে না। যদি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠানো না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না।’

দোয়া মাহফিলে আরও অংশ নেন বিএনপি নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

Comment here