খালেদা জিয়ার ‘মেডিকেল রির্পোট’ পরিবর্তনের অভিযোগ ফখরুলের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

খালেদা জিয়ার ‘মেডিকেল রির্পোট’ পরিবর্তনের অভিযোগ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যে রিপোর্ট দিয়েছে তা সরিয়ে আদালতে ভিন্ন রিপোর্ট দেওয়ার ব্যবস্থা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপর মেডিকেল বোর্ডের প্রতিবেদন জমা চেয়ে আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানিতে বসার একদিন আগে আজ বুধবার এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এমন আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) মেডিকেল বোর্ডের যে রিপোর্ট চাওয়া হয়েছে সেই মেডিকেল রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। আমরা যেটুকু জানতে পেরেছি যে, বিএসএমএমইউ হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে যে রিপোর্ট দিয়েছিলেন সেই রিপোর্টটিকে সরিয়ে দিয়ে অন্য কোনো রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা খুব পরিষ্কারভাবে লক্ষ্য করছি, অত্যন্ত সচেতনভাবে দেশনেত্রীকে বেআইনিভাবে কারাগারে আটক করে রাখার জন্য সরকার কাজ করছে এবং এভাবে তারা (সরকার) বড় রকমের মানবাধিকার লঙ্ঘন করছে।’

আলোচনা সভায় গত ৩০ নভেম্বর বিএসএমএমইউ উপাচার্যের গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্টটি পড়ে শোনান মির্জা ফখরুল। যেখানে খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিপল স্টেইজ’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই রিপোর্টটি গঠনের পর সুপ্রিম কোর্টই চেয়েছিল যে, এই রিপোর্টটি উপস্থাপন করা হোক। কিন্তু আজ পর্যন্ত সেটা উপস্থিত করা হয়নি।’

সভার শুরুতে বিএনপির সম্পাদনায় ২০০৯ সাল থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সময়ে মানবাধিকার লঙ্ঘনের ওপর গ্রস্থ ‘এবসেন্স অব ডেমোক্রেসি এন্ড সিষ্টেমেটিক হিউম্যান রাইটস ভায়োলেশনস বাই স্টেট এ্যাপারেটাস’ এর মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব। পরে গ্রন্থের ওপর তথ্য চিত্র তুলে ধরেন ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি এত ভয়াবহ আর কখনোই ছিল না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, গত ১০ বছরে বাংলাদেশের শুধুমাত্র ভিন্নমত, ভিন্ন রাজনৈতিক চিন্তার কারণে প্রায় ৩৫ লক্ষ মানুষকে মামলার আসামি করা হয়েছে রাজনৈতিক মামলা এবং মামলা দেওয়া হয়েছে প্রায় ১ লাখ ৪৮ হাজার ১৪টি। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত সরকারের হাতে এবং আওয়ামী লীগের হাতে বিরোধী দলের নেতা-কর্মীরা মারা গেছেন এক হাজার ৫২৬ জন এবং ডিসএপিয়ার হয়েছে আমাদের হিসাব মতে বিএনপির ৪২৩ জন এবং এজ এ হোল ৭৮১ জন।’

এই সভায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ ১৫টি দেশের কূটনীতিকরা অংশ নেন।

Comment here