ঢাকাসমগ্র বাংলা

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিহতরা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

গতকাল রোববার মধ্যরাতে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহানউদ্দিন।

তিনি জানান, রোববার রাতে সড়কে পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল। ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে ব্যারিকেডের সামনে পড়ে যান। এ সময় ডিবি পুলিশ তাদের থামতে বললে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই ছিনতাইকারী নিহত হন।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. বোরহানউদ্দিন।

Comment here

Facebook Share