গণপরিবহন বন্ধ থাকবে ৫ মে পর্যন্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গণপরিবহন বন্ধ থাকবে ৫ মে পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি বাড়ায় দেশব্যাপী গণপরিবহন চলাচলের ওপর দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। আজ শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান (তথ্য কর্মকর্তা) মো. আবু নাছের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

জরুরি পরিষেবা যেমন খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও উল্লেখ করা হয় আদেশে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এ সময় গণপরিবহন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় চার দফা বাড়িয়ে ছুটি ৫ মে পর্যন্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা বাড়ায় সরকার।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন চারজন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন। মৃতের সংখ্যা ১৩১ জন। সুস্থ হয়েছেন মোট ১১২ জন।

Comment here