গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় নওগাঁ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় নওগাঁ

নিম্ন তফসিলে উল্লিখিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী রয়েছে এবং তাহার গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক বা আরগোপন করিয়া রহিয়াছে। তাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাহাকে করা যায় নাই । উক্ত আসামীকে গ্রেফতারের আর সম্ভাবনা ও নেই।
এক্ষেত্রে উক্ত আসামীর বিষয়ে ফৌজদারি কার্যবিধির দণ্ডবিধি ৪০৫/৪২০ ধারার বিধান মোতাবেক উক্ত আসামীকে নিম্ন তফসিলে তাহাদের নামের পাশ্বে বর্নিত মামলায় বিচারের জন্য বিজ্ঞপ্তি প্রচারের ১০ দিনের মধ্যে স্ব-স্ব আদালতে হাজির হইবার নির্দেশ দেওয়া যাইতেছে। অন্যথায় তাহার অনুপস্থিতেই বিচার কার্য সমাধা করা হইবে।
আসামীর নাম ঠিকানা


মোঃ আবুল কালাম (৫৫), পিতা- মোঃ আকাল, সাং- চকবিষ্ণুপুর, পোষ্ট-  ইসলামগাথী, থানা- আত্রাই, জেলা- নওগাঁ


মামলার নম্বর ও ধারা


 আত্রাই থানার মামলা নাম্বার ১৩ সি/২০১৬
ধারা ৪০৬/৪২০ দঃবিঃ

Comment here