গলাবাজি না করে পদত্যাগ করুন, সরকারকে ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

গলাবাজি না করে পদত্যাগ করুন, সরকারকে ফখরুল

নিজস্ব প্রতিবেদক : গলাবাজি না করে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘একটা কথা তাদের (সরকার) বলতে চাই, গলাবাজি না করে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছেন- এই কারণে পদত্যাগ করেন। দয়া করে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে জনগণকে রেহাই দেন, জনগণকে স্বস্তি দেন।’

আজ শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলেন ফখরুল।

এ সময় কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। আগামি ২৪ সেপ্টেম্বর সিলেট, ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহ ও ২৯ সেপ্টেম্বর রাজশাহীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থায়ী কমিটির সদস্যরা। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।

বৈঠক শেষে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেখবেন যে সরকারের স্বরও কমে গেছে আজকাল। যেভাবে জোর গলায় কথা বলত এখন তারা নিজেরাই ধরা পড়ে গেছে। আমাদের তো অপেক্ষা করতে হয় নাই। তাদের লোকেরাই সব ধরিয়ে দিচ্ছে, ধরা পড়ছে তারা- এখন যেন স্বরটা কমে আসছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গোটা দেশে এখন একটাই মাত্র আলোচনা- সেটা হচ্ছে ক্যাসিনো-জুয়া। সারা দেশে বলা হচ্ছে যে, ঢাকার বাইরেও এই জুয়া চলছে। এই সরকারের আমলে এটা প্রচন্ড রকমে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণ নেই কোথাও।’

তিনি বলেন, ‘এখন ২৯ ডিসেম্বর যাদেরকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে তাদেরকে বলা কিছু নেই, তাদেরকে নিয়ন্ত্রণই করতে পারছে না। যে কারণে এই পরিস্থিতিগুলো এরাই করেছে। না পারছে নিজের দল, না আইনশৃঙ্খলা বাহিনী, না অন্য কিছু নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ সব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সরকারের কোনো লেজিটিমেট রাইট নেই ক্ষমতায় টিকে থাকার। তারা সচেতনভাবে এটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। ব্যর্থ রাষ্ট্রের কারণেই কিন্তু সমস্ত অরগানগুলো ফেইল করে যাচ্ছে, ভেঙে পড়ছে, কাজ করছে না।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল শুক্রবার তার পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিলেন হাসপাতালে। সেখান থেকে বেরিয়ে তার বোন বলেছেন যে, তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ, আগের চেয়ে অনেক বেশি অসুস্থ। উনি শুকিয়ে গেছেন এবং তিনি এখন নিজে খেতেও পারছেন না, তাকে খাইয়ে দিতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি যে, এই ১৭ মাসে যে সবচাইতে খারাপ সময় শারীরিক দিক থেকে যাচ্ছে। আমরা বার বার বলেছি যে, তার চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হোক। তিনি যেখানে ভালো চিকিৎসা করতে চাইবে সেখানেই তিনি করবেন। সেখানে সরকার কোনো কথাই শুনছে না। আমরা উচ্চ আদালতে গিয়েছিলাম। আদালত সেটাকে পূর্নাঙ্গ কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে, এগুলো তার যে জামিন যেটা তার প্রাপ্য যেটাকে বিলম্বিত করাই হচ্ছে। জেনে শুনে সরকার এটা করছে। উদ্দেশ্যটা হচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখা এবং একই সঙ্গে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। আমরা অবিলম্বে তার মুক্তি চাই, আইনগতভাবে চাই, জামিনের মাধ্যমে চাই।’ উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর খালেদা জিয়ার জামিনের বিষয়ের আইনি প্রক্রিয়া আবার শুরু করা হবে বলে জানান তিনি।

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর টকশোতে একটি বক্তব্যেকে নিয়ে তার গ্রামের বাড়িতে হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শামসুজ্জামান দুদু টকশোতে সম্ববত কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমরা দেখেছি যে, তার প্রত্যেকটা কথাই পার্লামেন্টারি লেগুয়জে কথা বলেছেন। সেখানে কোনো ধরনের হুমকি-ধমকি, রাষ্ট্রদ্রোহী বলে কিছু আছে বলে আমাদের কাছে মনে হয়নি।’

শামসুজ্জামান দুদুর দুঃখ প্রকাশ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছেন, গত ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে দেয়া আমার বক্তব্যকে খন্ডিত ভাবে উপস্থাপন করে একজন তার ফেসবুকে বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। । যা অনভিপ্রেত এবং দুঃখজনক।

তিনি বলেন, ‘ওই অনুষ্ঠানে বক্তব্যে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের যেভাবে পতন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেইভাবে পতন হবে” এই বক্তব্য সঠিক নয়। আমার সঙ্গে বর্তমান সরকারের রাজনৈতিক ভিন্নতা আছে এটা সত্য। তাই বলে আমার ছাত্রজীবন থেকে বিএনপির সর্বশেষ রাজনৈতিক অবস্থান, সুদীর্ঘ একটি রাজনৈতিক পরিচিতি আছে। যা গণতান্ত্রিক আন্দোলনের অংশ। আমি ছাত্র সংগ্রাম পরিষদের পাশাপাশি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি এরশাদ বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ নয়টি বছর। সেই আন্দোলনে রাজপথে ছাত্রলীগের অনেক বন্ধু আমার পাশাপাশি ছিলেন। তাদের সঙ্গে এখনো আমার সখ্যতা আছে।’

বিবৃতিতে বিএনপির এই নেতা বলেন, ‘ওই অনুষ্ঠানে একাধিকবার আমি বলেছি একটি সরকারের পতন দু’ভাবে হয় এক. নির্বাচনের মধ্য দিয়ে। দুই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের বাইরে আর কিছু করেছি তার নজির নাই। ওই টকশোতে আমার বক্তব্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘হয়ত এমন হতে পারে আমি যা বলতে চেয়েছি, তা সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা।’

বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া আরও ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান প্রমুখ।

Comment here