সারাদেশ

গাইবান্ধার সাঘাটায় এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় সম্পা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্নহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে ওই কিশোরী ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস পেঁচিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ঐ কিশোরী পরিবারের উপর অভিমান করে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মৃত সম্পা আক্তার উপজেলার কামালের পাড়া ইউনিয়নের শাহবাজের পাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে। সে ঐ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

Comment here

Facebook Share