গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার গুজবে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা বকেয়া বেতন শতভাগ দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, শনিবার সকালে সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় লুইটেক্স পোশাক কারখানা শ্রমিকদের দিয়ে কাজ করানোর পরও কারখানা কর্তৃপক্ষ শতভাগ বেতন-ভাতা দেবে না জানতে পেরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের ওপর চড়াও হয়ে গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত সুপার সুশান্ত সরকার বলেন, ‘বৃহস্পতিবার শ্রমিকরা শতভাগ বেতনের দাবিতে আন্দোলন, ভাঙচুর ও বিক্ষোভ করেন। সে সময় পুলিশের গুলিতে কয়েকজন শ্রমিক হতাহত হয়েছেন বলে গুজব তুলে শনিবার সকালে শ্রমিকরা আবার এই বিক্ষোভে নামে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেন। এ সময় তারা গাড়ির পুরাতন টায়ারে আগুন দেন। পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন শ্রমিকরা। এতে কয়েকজন পুলিশ আহত হন। এতে মহাসড়কে পণ্যবাহী যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও গুলি ছোড়ে।’
তবে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের খবর শুধুমাত্র গুজব বলে তিনি দাবি করেন। কোনো একটি মহলের ইন্ধনে শ্রমিকরা অরাজকতা করছেন বলে সন্দেহ করেন পুলিশের এই কর্মকর্তা।
Comment here