গাজীপুরে প্রধানমন্ত্রীর ভূয়া সহকারী পরিচালক আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

গাজীপুরে প্রধানমন্ত্রীর ভূয়া সহকারী পরিচালক আটক

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর অফিসের সহকারী পরিচালক পরিচয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক যুবক।

০৮/১০/২০১৯ইং মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন
র‍্যাব,১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার হওয়া প্রতারক ইল্লাম শাহারিয়া (৩৭)
তিনি গাজীপুর সিটির ২৪ নম্বর ওয়ার্ডের শিমুলতলীর বাসিন্দা ওবায়দুল হক এর বাড়ীর ভাড়াটিয়া

তার ঠিকানা-বাসা নম্বর ১৩৭, ডিওএইচএস, ক্যান্টনমেন্ট বাড়ীধারা, ঢাকা।

ইল্লাম শাহারিয়া প্রতারণার কাজে ব্যবহার করতেন এমন ৩০টি উপাদান জব্দ করা হয়েছে

অভিযানে উপস্থিত ছিলেন
লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।

লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, জানিয়েছেন।

ওই প্রতারককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬-৭টি নিমমিত মামলা করা হচ্ছে।

ইল্লাম শাহরিয়া পেশায় একজন আইটি বিশেষজ্ঞ। কিন্তু তিনি পেশার আড়ালে সর্বসাধারণের কাছে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর পরিচয়দানের পাশাপাশি তার ব্যবহার করা গাড়ীর নম্বর: ঢাকা মেট্টো-চ ১১-৯৫৯৫।
তাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন স্টিকার, মনোগ্রাম, ওয়াকিটকি সেটসহ এসএসএফ এর পোশাক ও ক্যাপ ব্যবহার করছিল।

ইল্লাম শাহরিয়া নিজে স্বীকার করে বলেন।
সে দীর্ঘদিন যাবৎ নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের আইটি সেকশনের ডেপুটি ডাইরেক্টর হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকতা-কর্মচারী বদলি, পদোন্নতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল

ইল্লাম শাহরিয়া, এর
কাছ থেকে জব্দকৃত আলামতগুলো হচ্ছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি সেক্রেটারির নামে আইডি কার্ড একট, এডিশনাল ডাইরেক্টর এর নামে আইডি কার্ড একটি, ডেপুটি ডাইরেক্টর এর নামে কাগজের প্রিন্ট করা কার্ড দুই পাতা, ডেপুটি সেক্রেটারির কার্ড এক পাতা, ডেপুটি ডাইরেক্টর এর নামে ভিজিটিং কার্ড ৫০০টি, সত্যায়িত প্রজ্ঞাপন দুই পাতা, প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিস আদেশ চার পাতা, বিভিন্ন প্রকার ব্যক্তির নামে (এসএসএফ পরিচালক, সচিব, ব্রিটিশ হাইকমিশনার, বিভিন্ন ব্যাংকসহ বিভিন্ন অফিসের নামে)
১৫টি সীল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রামের ট্রাকসুট (শার্ট জলপাই রঙ একটি, সাদাকালো একটি), প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম ছোট-বড় ২০টি, বাংলাদেশের মানচিত্র মনোগ্রাম পাঁচটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম যুক্ত আইডি কার্ডের ফিতা দুইটি, এসএসএফ এর মনোগ্রাম সহ ফিতা তিনটি, ডাচ-বাংলা ব্যাংকের চেক বই একটি, সাউথইস্ট ব্যাংকের চেক বই একটি, সোনালী ব্যাংকের চেক বই একটি, ট্রাস্ট ব্যাংকের চেক বই একটি, নগদ ৬ লাখ টাকা, দুইটি মোবাইল ফোন, টয়োটা আলফার্ড সাদা রঙের মাইক্রোবাস একটি (নম্বর-ঢাকা মেট্টো-চ-১১-৯৫৯৫), পিএমও লিখা কালো ক্যাপ একটি, জ্যাকেট বাদামী রঙের একটি, এসএসএফ এর জলপাই রঙ এর পোশাক একটি, সিগন্যাল লাইট একটি, ওয়াকিটকি সেট দুইটি, লাইটার পিস্তল একটি, খেলনা পিস্তল একটি, এসএসএফ এর আইডি কার্ড একটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের আইডি কার্ড একটি ও ঢাকা মেট্টো-র-১০১২ লেখা একটি গাড়ীর নেইমপ্লেট।

Comment here