গাজীপুর ও শ্রীপুরে মাদক ক্রয় বিক্রয়কালে আটক ৪ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

গাজীপুর ও শ্রীপুরে মাদক ক্রয় বিক্রয়কালে আটক ৪

মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ডিবি আমিনুল ইসলাম, এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ০২/০৯/২০১৯ ইং সোমবার গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে এস,আই (নিঃ) মোঃ মফিজুর রহমান মল্লিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন বাড়ীয়া ইউনিয়নের খুদে বরমী সাকিনন্থ জনৈক হাজী আঃ বাতেন এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর, অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১।

মোঃ চাঁন মিয়া (৩২) পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-সোনাকুড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি-সাং-সালনা নতুন বাজার, ইউপি এর দক্ষিন পার্শ্বে (অজ্ঞাত ব্যক্তির বাড়ীর ভাড়াটিয়া) থানা-সদর জিএমপি, গাজীপুর কে গ্রেফতার করা হয়। ১/মোঃ চাঁন মিয়া এর হেফাজত থেকে ১১০ (একশত দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে এস,আই(নিঃ) মোঃ মফিজুর রহমান মল্লিক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ০৩/০৯/২০১৯ইং মঙ্গল বার জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন মামলার নং-০৬।

অন্যদিকে গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা মোতাবেক ০১/০৯/২০১৯ ইং রবিবার, গাজীপুর ডিবি মাদক বিরোধী স্পেশাল টীমের অফিসার ইনচার্জ, মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন রাজেন্দ্রপুর সাকিনন্থ বলখেলা মাঠের উত্তর পশ্চিম পার্শ্বে ফাউগান টু লোহাগাছিয়া গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বের মাঠের উপর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাদক ক্রয় বিক্রয়কালে মাদক ব্যবসায়ী ১/মোঃ আলমগীর (৩৪) পিতা-মৃত সুরত আলী, সাং-আব্দুল্লাহপুর, থানা-উত্তরা দক্ষিন খান, ডিএমপি, ঢাকা, এ/পি-সাং-সাটিয়াবাড়ী (গোফরান ভূইয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২/মোঃ মান্নান(৩২) পিতা-মৃত আবুল হাসেম, ৩/মোঃ ইমরান(৩২) পিতা-মোঃ আইয়ুব আলী, উভয় সাং-সাটিয়াবাড়ী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয় আসামী ১/মোঃ আলমগীর এর হেফাজত থেকে ৩৫ (পয়ত্রিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট, ২/মোঃ মান্নান এর হেফাজত থেকে ১০ (দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট, ৩/মোঃ ইমরান এর হেফাজত থেকে ১০ (দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়।

এই সংক্রান্তে এস,আই(নিঃ) কাজী শাওন বাদী হয়ে ০২/০৯/২০১৯ ইং সোমবার, আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা দায়ের করেন মামলার নং-০৭।

Comment here