গাজীপুর মেট্রোপলিটন নতুন পুলিশ কমিশনার যোগদান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

গাজীপুর মেট্রোপলিটন নতুন পুলিশ কমিশনার যোগদান

গাজীপুর থেকে মনির হোসেন:  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে মো: আনোয়ার হোসেন মঙ্গলবার (৯ এপ্রিল) যোগদান করেছেন। জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে জিএমপি’র নতুন কমিশনার হিসেবে মো: আনোয়ার হোসেন যোগদান করেছেন।

এসময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) কে এম আরিফুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরীফুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, জিএমপির নতুন পুলিশ কমিশানার মো: আনোয়ার হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দে পুলিশে যোগদান করেন। আনোয়ার হোসেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের দেওয়াটি গ্রামের মো: আশরাফ হোসেন মঞ্জু মিয়ার সন্তান।

তার পিতা একজন শিক্ষক। মো: আনোয়ার হোসেন এর আগে পুলিশ অধিদপ্তরে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী মো: আনোয়ার হোসেন জাতিসংঘ মিশনসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দক্ষতা সাথে দায়িত্ব পালন করেছেন। জিএমপি চালু হলে এই দায়িত্ব পান ওয়াই এম বেলালুর রহমান। ছয় মাসের মধ্যে তার বদলি হয়েছে।

Comment here