শিক্ষাঙ্গন

গোপালগঞ্জে আন্তঃজেলাস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি এস জে উচ্চবিদ্যালয়

তানবির খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আন্তঃজেলা হাইস্কুল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মুকসুদপুর উপজেলার সরকারি এস জে মডেল উচ্চবিদ্যালয়। আজ ২৬ শে অক্টোবর  জাতীয় পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে জেলা পুলিশ প্রশাসন কর্তৃক এই প্রতিযোগিতা আয়োজিত হয়। উক্ত প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে  গোপালগঞ্জ সদর উপজেলার এস এম মডেল উচ্চবিদ্যালয়।
বিজয়ী দলের সদস্যরা হলেন, মুকসুদপুর সরকারি এস জে স্কুলের  ৮ম শ্রেণীর ফাতেমা জ্যোতি (প্রথম বক্তা) ও ফারিয়া হোসেন (২য় বক্তা) এবং ৯ম শ্রেণীর জেরিন তাসনিম (দলনেতা ও শ্রেষ্ঠ বক্তা)।
পুরষ্কার প্রাপ্তি উপলক্ষে বিদ্যালয়টির শিক্ষক সুকদেব পোদ্দার বলেন,”দীর্ঘদিন ধরে  ৬ষ্ঠ শ্রেণী থেকেই প্রতিটা ব্যাচে দল গঠন করে নিজস্ব ফিডব্যাকিং এবং সময় সুযোগ বের করে শিক্ষার্থীদদের আমরা তৈরি করি। ওরাও পরিশ্রমী। পরিশ্রমের ফসল ওরা পেয়েছে।”ads
শিক্ষার্থীদের প্রতি সন্তুষ্টি ব্যক্ত করে স্কুলটির আরো বলেন, “ওরা ক্লাসে প্রথম হয়। আর আগেও ওরা ঢাকা বিভাগীয় পর্যায়ে ১৩ টি দলের মধ্যে ২য় হয়। আগ্রহটাই সবচেয়ে বড় ব্যাপার এখানে। সর্বশেষ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা খুব কম সময়ে প্রস্তুতি নিয়েছে।  ওরা প্রত্যয়ী মনোভাব নিয়েই এসেছিল। শহরের স্টুডেন্টদের হারিয়ে পাড়াগাঁয়ের স্টুডেন্টরা বিজয়ী হয়েছে, এটা সত্যিই বড় পাওয়া।”
সকাল ১০ টার সময় জেলা শহরের ফজলুল হক মণি অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বেলা  ১ টায়। বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার সাইদুর রহমান খান। এসময় পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তবর্গরা উপস্থিত ছিলেন।

Comment here

Facebook Share