ঘরে বসে যেভাবে পাওয়া যাবে এইচএসসির ফলাফল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

ঘরে বসে যেভাবে পাওয়া যাবে এইচএসসির ফলাফল

নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি-সমমান) পরীক্ষার ফল পেতে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন। ঘরে বসেই এ রেজিস্ট্রেশনের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রি-রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে টেলিটক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রি-রেজিস্ট্রেশন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এ ছাড়া, ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। এইচএসসি পরীক্ষা না হওয়ায় সবাই পাস করবেন। তবে জিপিএ ফাইভ কার কত হয় এখন সেটাই সবার আগ্রহের বিষয়।

 

Comment here