ঘোষণার দুদিন পরই মানিকগঞ্জের একটি গ্রাম ‘লকডাউনমুক্ত’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঘোষণার দুদিন পরই মানিকগঞ্জের একটি গ্রাম ‘লকডাউনমুক্ত’

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইচড়া গ্রামটি দুদিন পর লকডাউনমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে গ্রামটি লকডাউনমুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন দৈনিক মুক্ত আওয়াজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইচড়া গ্রামটি লকডাউনমুক্ত ঘোষণা করা হয়েছে।

তবে ওই পরিবারের সদস্যদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে গত রোববার জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুচিত্রা সরকার (২৬) নামের এক নারী। তিনি হরিরামপুরের বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের নিতাই সরকারের স্ত্রী।

তবে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় ওইদিন সুচিত্রার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে।

কিন্তু সুচিত্রার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন।

গত সোমবার রাত ১০টা দিকে সিভিল সার্জন বলেন, কয়েকদিন ধরেই করোনার উপসর্গ জ্বর-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন সুচিত্রা। পরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য ওইদিনই নমুনা সংগ্রহ করা করে আইইডিসিআরে পাঠানো হয়। তবে সেই পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পরেনি।

এদিকে, সুচিত্রার করোনার রিপোর্ট নেগেটিভ আসায় গ্রামটিকে আজ সকাল থেকে লকডাউনমুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

Comment here