অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে জানমালের নিরাপত্তায় চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস কারখানা আগামীকাল রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি কারখানাগুলো পরিস্থিতি বুঝে চালু রাখা বা ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কারখানার মালিকরা।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডে রোববার বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছে।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান আমাদের সময়কে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ইপিজেডের অভ্যন্তরীণ ৭২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এরপর কিছু কারখানার শিপমেন্ট শিডিউলের কারণে নিজস্ব জেনারেটরের মাধ্যমে কারখানা চালু রাখবে। যদিও ইপিজেডের অর্ধেকের বেশি কারখানা রোববার ছুটি ঘোষণা করেছে।’
আরও পড়ুন: উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
আজ রাতে বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘সংগঠনের সদস্যভুক্ত ২৪৭টি কারখানায় যোগাযোগ করা হয়েছে। যেসব কারখানায় অর্ডার কম তাদের ছুটি দিতে অনুরোধ করেছি। এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে আজকের (শনিবার) মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলাম। যতটুকু মনে হচ্ছে, শিপমেন্ট ঝামেলা নেই এমন বেশির ভাগ কারখানা কাল বন্ধ থাকবে।’
বিকেএমইএ পরিচালক গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, ‘কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বিকেএমইএ সদস্যদের অধিকাংশ কারখানা আগামীকাল বন্ধ থাকবে। অন্যরাও সকালের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।’
Comment here