জাতীয়

চিকিৎসার জন্য এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে এই টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন দৈনিক মুক্ত আওয়াজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, চিকিৎসার টাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ গণভবনে তার কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

অসুস্থতার বিষয়ে জানতে চাইলে এন্ড্রু কিশোর বলেন, ‘অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশের চিকিৎসক। এজন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি।’

অর্থ সহায়তা পাওয়ার পর এই কণ্ঠশিল্পী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’

Comment here

Facebook Share