নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন, যারা করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা দিয়েছিলেন।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
প্রেস ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, ‘দেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমরা গত ২৪ ঘণ্টায় তাদের শনাক্ত করেছি। চারজনের মধ্যে দুজন চিকিৎসক। তারা করোনা রোগীর চিকিৎসায় তাদের সংস্পর্শে গিয়েছিলেন।’
ফ্লোরা আরও বলেন, ‘নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুজন ঢাকার বাইরে রয়েছেন। বাকি দুজন ঢাকায় আছেন।’
নতুন এ চারজন নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ ছাড়া মারা গেছেন ৫ জন। নতুন করে কোনো রোগীর মৃৃত্যুর ঘটনা ঘটেনি।
Comment here