কমিউনিটি থেকেও সংক্রমিত হচ্ছেন চিকিৎসকরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কমিউনিটি থেকেও সংক্রমিত হচ্ছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : কমিউনিটির অংশ হিসেবে কোনো কোনো চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ শুক্রবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চিকিৎসকরা কীভাবে আক্রান্ত হচ্ছেন-এমন প্রশ্নের জবাবে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের যাদেরকে পেয়েছি চিকিৎসক আক্রান্ত, তাদের মধ্যে কেউ রোগীর চিকিৎসা থেকে সংক্রমিত হয়েছেন, কেউ কেউ কমিনিটির অংশ হিসেবে সংক্রমিত হয়েছেন।’

তবে সব ক্ষেত্রে ওই চিকিৎসকরা রোগীর চিকিৎসা দিতে গিয়ে সংক্রমিত হয়েছেন, তা নয় বলেও জানান প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি বলেন, ‘একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, যারা রোগীর সংস্পর্শে এসেছেন তাদের মধ্যে চিকিৎসকরা সবচাইতে বেশি ঝুঁকিতে থাকেন।’

‘সেজন্য চিকিৎসকরা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা চিকিৎসক বলতে চাই না, স্বাস্থ্যকর্মী বলা ভালো, এখানে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদের ক্ষেত্রে আমরা অতিরিক্ত সাবধানতা হিসেবে যদি কোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকে, তাহলে তিনি কারও সংস্পর্শে এসেছেন এমন কোনো ইতিহাস না থাকলেও তাদের নমুণা সংগ্রহ করে কিন্তু আমরা তৎক্ষণাৎ পরীক্ষা করছি। তারই ভিত্তিতে আমরা দেখেছি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই ধরনের করোনা সংক্রমণের উপস্থিতি পেয়েছি’ যোগ করেন সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক বলেন, ‘দেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আমরা গত ২৪ ঘণ্টায় তাদের শনাক্ত করেছি। চারজনের মধ্যে দুজন চিকিৎসক। তারা করোনা রোগীর চিকিৎসায় তাদের সংস্পর্শে গিয়েছিলেন।’

ফ্লোরা বলেন, ‘নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুজন ঢাকার বাইরে রয়েছেন। বাকি দুজন ঢাকায় আছেন।’

নতুন এ চারজন নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৪৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ ছাড়া মারা গেছেন পাঁচ জন। নতুন করে কোনো রোগীর মৃৃত্যুর ঘটনা ঘটেনি।

Comment here