চিকিৎসা না পেয়ে করোনা উপসর্গ নিয়ে যুবদল কর্মীর মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

চিকিৎসা না পেয়ে করোনা উপসর্গ নিয়ে যুবদল কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা না পেয়ে করোনাভাইরাসের সব উপসর্গ নিয়ে যুবদল কর্মী মো. রিপন (৩০) মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাতে এক শোক বার্তায় তিনি এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ফেনী জেলাধীন সদর উপজেলার সনুয়া ইউনিয়ন যুবদলের একনিষ্ঠ কর্মী মো. রিপন । গত সাত দিন ধরে জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা, পাতলা পায়খানা ও ভীষণ শ্বাসকষ্টে ভুগছিল। রিপনের পরিবারের সদস্যরা চিকিৎসার উদ্দেশ্যে মুমূর্ষু রিপনকে নিয়ে ফেনী সরকারী হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু কোথাও কোনো চিকিৎসা পাননি। অবশেষে আজ বুধবার দুপুরে করোনাভাইরাসের সকল উপসর্গ নিয়ে যুবদল কর্মী মো. রিপন মৃত্যুবরণ করেছে।’

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম মো. রিপন সনুয়া ইউনিয়ন যুবদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিল। মরহুমের পরিবার-পরিজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে সমব্যাথী। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মো. রিপনকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

Comment here