চীনের সঙ্গে উত্তেজনা, রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনছে ভারত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

চীনের সঙ্গে উত্তেজনা, রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনছে ভারত

অনলাইন ডেস্ক : লাদাখ সীমান্তে চীনের সঙ্গে তীব্র উত্তেজনা-সংঘাতের মধ্যেই বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে ভারত। ফলশ্রুতিতে ১২টি অত্যাধুনিক সুখোই ও ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে ভারত। এর জন্য দেশটির বায়ুসেনা পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

বিমান বাহিনীকে আরও নতুন করে সাজানোর জন্য ইতিমধ্যেই ৩৩টি নতুন কমব্যাট এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যেই থাকবে ১২টি সুখোই, ২১টি মিগ-২৯। যুদ্ধবিমানগুলো দ্রুত কেনার জন্য কেন্দ্রের কাছে বাহিনীর তরফে অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ভারতীয় বিমান বাহিনী এই পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করার জন্য অনুরোধ করেছে। আগামী সপ্তাহে এই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। রাশিয়া থেকে যে মিগ-২৯ এবার আনা হবে, তা এই যুদ্ধবিমান কেনা নিয়ে আগের যে চুক্তি হয়েছিল তাতে বদল এনে আরও কিছু সংযোজন হবে। মিগ-২৯-এ দুটি ইঞ্জিন থাকে।

এই যুদ্ধবিমান শত্রুপক্ষের বিমানকে নিখুঁত লক্ষ্যে ধ্বংস করার ক্ষমতা রাখে। এর ওজনও সুখোই-৩০ এমকেআই বিমানের থেকে হালকা।

উল্লেখ্য, সদ্য চীনের সঙ্গে প্রতিনিয়ত বেড়ে চলা সংঘাতের আবহে বিমান থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে সরকার। এর ফলে নিরাপদ দূরত্ব থেকে চীনা সামরিক ঘাঁটি বা বিমান গুঁড়িয়ে দিতে পারবে ভারতীয় বিমান বাহিনী।

Comment here