চোট নিয়ে দেশে ফিরেছেন তামিম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
খেলাধুলা

চোট নিয়ে দেশে ফিরেছেন তামিম

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়ে চোটে পড়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হাঁটুর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফিরেছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছেন বাহাতি এই ব্যাটসম্যান।

জানা গেছে, টুর্নামেন্টে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছিলেন তামিম। দেশে ফিরে করাতে হয়েছে স্ক্যানও। আর সেখানেই ধরা পড়ে একটি চিড়। ইনজুরি এতটাই প্রবল যে তামিমকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

তামিমের চোটের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মেডিকেল টিমের এক চিকিৎসক দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল (৬ অক্টোবর) ম্যাচ খেলার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পান তামিম। তারপর আজ দেশে ফেরার পর স্ক্যান করলে, তাতে চিড় ধরা পড়ে। যা সারতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগার কথা। বাকিটা দেখা যাবে।’

Comment here