বাগেরহাটে ধর্ষণ মামলায় এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস দেয়া হয়েছে ৩ জনকে।
রোববার (৪ আগস্ট) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ শে ফেব্রুয়ারি চিতলমারী উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণ করে তাপস রানা। এতে মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়লে বাধ্য হয়ে তাকে বিয়ে করে সে। তবে বিয়ের পর মেয়েটির গর্ভের সন্তান নষ্ট করে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় তাপসসহ ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে মেয়েটির পরিবার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার এ রায় দেন আদালত।
Comment here