ছাত্রীর যৌন হয়রানির দাবি, অভিযোগ-পাল্টা অভিযোগে মুখোমুখি দুই শিক্ষক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

ছাত্রীর যৌন হয়রানির দাবি, অভিযোগ-পাল্টা অভিযোগে মুখোমুখি দুই শিক্ষক

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ  মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবির  “যৌন হয়রানির মিথ্যা ষড়যন্ত্র”র অভিযোগ করে সংবাদ সম্মেলন করলে লোক প্রশাসন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা পাল্টা হুশিয়ারী দেন।
সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক হুমায়ুন কবির, তার বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে  বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রেস ব্রিফিং করেছেন।এসময় তিন বলেন, “সাবেক ভিসির বিরুদ্ধে যাওয়ার জন্য তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে ফাঁসানো হচ্ছে।” তিনি বলেন, “কিছু শিক্ষক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিদেশি শিক্ষার্থী সুমি শিং নামের শিক্ষার্থীকে দিয়ে যৌন হয়রানির অভিযোগ দায়ের করে।”
ads
শিক্ষক হুমায়ুন কবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান বিতান খানমকে  ষড়যন্ত্রের  ইন্ধনদাতা বলে উল্লেখ করায় দুপুর ২ টার দিকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় চেয়ারম্যান বিতান খানম বলেন,”তার বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রের অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বানোয়াট।” এসময় তিনি আরো বলেন, “শিক্ষক হুমায়ুন কবির এই ভিত্তিহীন মিথ্যাচার অভিযোগের জন্য ক্ষমা না চাইলে লোক প্রশাসন বিভাগ কঠোর আন্দোলন করবে।”
প্রসঙ্গত,  শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।গত বুধবার রেজিস্টার কর্তৃপক্ষ বরাবর, নেপালি শিক্ষার্থী সুমি সিং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।

Comment here