নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজকর্ম বিভাগের এক শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। করোনার উপসর্গে ঈদের দিন থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল এই শিক্ষকের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘করোনাভাইরাস নমুনা পরীক্ষায় উনার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে শারীরিক অবস্থা ভালো থাকায় চিকিৎসকেরা তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’
বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান প্রক্টর। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। করোনায় বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোনো সদস্যের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা আমরা করব।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক করোনায় সংক্রমিত হওয়ার তথ্য আমরা জেনেছি। এর মধ্যে দুইজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। অন্য দুইজনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।’
Comment here