জবিতে দিল্লীর মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

জবিতে দিল্লীর মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধিঃ দিল্লীতে মুসলমান সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শান্ত চত্বরে এসে মিছিলটি শেষ হলে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা। বক্তব্যে দিল্লীতে মুসলমানদের উপর হামলার কঠোর সমালোচনা করা হয়। এসময় মুজিববর্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ জানায় তারা।
বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: রাইসুল ইসলাম নয়ন বলেন, দিল্লীতে মুসলিমদের উপর হামলা রাজনৈতিক ইন্ধনে হয়েছে, যা ইতিহাসে বর্বরোচিত অসাম্প্রাদায়িকতার উদাহরণ। তিনি আরো বলেন বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রাদায়িক, তারই শতবর্ষে নরেন্দ্র মোদির আগমন বঙ্গবন্ধু কে অসম্মানের শামিল এবং এটি ইন্ডিয়ার একটি রাজনৈতিক চাল।
উল্লেখ্য, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থীরা

Comment here