বিনোদন

জয়া আসছেন ক্যানসারের গল্প নিয়ে

১৯৯৯ সালে টেলিভিশনে কাজ করার সময় বিভূতি চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় কলকাতার নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। লোকটি কণ্ঠ ক্যানসারে আক্রান্ত। ক্যানসারের সঙ্গে লড়াই করে একটা সময় সে জয়ী হন। সেই গল্পই বলতে চেয়েছেন নির্মাতা। আর সেই গল্পের ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

‘কণ্ঠ’ শিরোনামের এই ছবিটি আগামী মে মাসে মুক্তি পাচ্ছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্র। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

গতকাল জয়া আহসানও তার ফেসবুক পেজ থেকে প্রকাশ করেন ‘কণ্ঠ’ ছবির পোস্টার। ক্যাপশনে তিনি লিখেছেন- আসছে এই গ্রীষ্মে ‘কণ্ঠ’।

জানা গেছে, ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। ছবিতে তিনি এফএম রেডিওর একজন আরজে। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আর জয়া আহসান অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে। এই তিনজনকে নিয়েই মূলত ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়।

Comment here

Facebook Share