ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়ক ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত সুমনের পরিবারকে ৭০০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিল রয়েল পরিবহন।নিহত সুমনের পিতা মফিজুল ইসলামের হাতে এ টাকা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য সোমবার সকালে সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুলের ছেলে সে ডাকবাংলা বাজারের একটি গ্যারেজে কাজ করতে এসে গ্যারেজ খোলার সময় কুকুর নিহত সুমনকে কামড়াতে তাড়া করে তখন সুমন দৌড়ে রাস্তার উপার পালাতে গেলে ঢাকা গামী রয়েল পরিবহনের নিচে পিষ্ট হয়ে ঐখানেই মারা যায়।ঐ সময় দেখতে পাওয়া অনেকে জানায়
হটাৎ দৌড়িয়ে গাড়ির নিচে পড়ে যাওয়াই ড্রাইভারের কোন দোষ নেই।তারপরেও নিহতের পরিবারকে রয়েল পরিবহনের আর্থিক সহযোগিতা করাই ঐ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
Comment here