সাইফুল ইসলাম (টাঙ্গাইল প্রতিনিধি) : টাঙ্গালের ধনবাড়ী উপজেলার সমতকুড় নামকস্থানে সিলেট-সরিষাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৮ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় সিলেট থেকে সরিষাবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি’র (ঢাকা মেট্রো ব- ১৫-১৪৭৯) বাসটি ধনবাড়ীর সমতকুড় নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসটির ১৫ জন যাত্রীর ৮ জন মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ীর বিভিন্ন হাসপাতলে নিয়ে যায়।
উল্লেখ্য, একই রোডে ২ দিন আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিনিময় বাস একইভাবে চেরাভাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে খাদে পরে ২৫ জন আহত হয়েছিলেন।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
Comment here