টানেল উপহার দিয়ে যা চাইলেন প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

টানেল উপহার দিয়ে যা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার একটাই কাজ, দেশের মানুষের কল্যাণ করা। আর আমার কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু আপনাদের দোয়া চাই। আপনারা দোয়া দেবেন।’

তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলী টানেল পেয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়ন। আপনারা আমাদের কাছে ওয়াদা করেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা? হাত তুলে আমাদের কাছে ওয়াদা করেন।’

আজ শনিবার চট্টগ্রামস্থ আনোয়ারা কেইপিজেড মাঠে আয়োজিত সুধী সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং আমার পরিবারের হত্যার সঙ্গে ওই জিয়াউর রহমানসহ এরা সকলেই জড়িত ছিল। এরা খুন করা ছাড়া আর কিছু জানে না। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী ওরা হত্যা করেছে।’

তিনি বলেন, ‘আজকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে। আমরা যখন দেশের উন্নয়ন করি ওই বিএনপি-জামায়াত এরা কী করে? ধ্বংস করে। আগুন দিয়ে জ্যান্ত মানুষ মারার ইতিহাস তাদের।’

Comment here