টিউলিপ নাম হওয়ায় কম্পিউটার কেনেননি খালেদা জিয়া : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

টিউলিপ নাম হওয়ায় কম্পিউটার কেনেননি খালেদা জিয়া : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ রেহানার মেয়ের নামে নাম হওয়ায় নেদারল্যান্ডসের টিউলিপ কোম্পানি থেকে ১০ হাজার কম্পিউটার কেনেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘নেদারল্যান্ডসের একটি ফুলের নাম টিউলিপ। কিন্তু কেউ তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে
বোঝায়- শেখ রেহেনার মেয়ের নাম টিউলিপ। তাই সেখান থেকে কম্পিউটার নেয়নি বিএনপি।’

প্রধানমন্ত্রী আরও জানান, নেদারল্যান্ডসের সেই কোম্পানি পরে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে। এ মামলা পরিচালনা করতে আইনজীবী নিয়োগ করতে হয়। এতে অনেক খরচ হয়। বাংলাদেশকে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়। ১০ হাজার কম্পিউটার তো গেলই, উল্টো আরও ৬০ কোটি টাকা দিতে হলো দেশের সরকার প্রধানের সিদ্ধান্তে। শেখ হাসিনা আরও বলেন, এ ধরনের সরকারপ্রধান থাকলে দেশের উন্নতি কীভাবে হবে, আপনারাই ভালো জানেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুহাম্মাদ মুনীর চৌধুরী স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে নবনির্মিত ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স’এর ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

 

Comment here