এম এ সালাম রুবেল ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।রবিবার দূর্গাপুজার মহাঅষ্টমীতে তিনি সপরিবারে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা), বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক দীপক কুমার রায়, জেলা চেম্বারর্স এন্ড কমার্স এর প্রতিনিধি আব্দুস সালাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,আশ্রমপাড়া পুজা কমিটির সভাপতি অভিজিৎ গুহ ঠাকুরতা(উৎপল)সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুজা মন্ডপ পরিদর্শনকালে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য পুজা মন্ডপগুলোর পরিবেশ সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
Comment here