মধ্যরাতে হঠাৎ উত্তেজনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মধ্যরাতে হঠাৎ উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত ৯টার পর থেকে বেশ উত্তাপ ছিল ভোটের নগরী। ঢাকার দুই সিটির বেশ কয়েকটি ওয়ার্ডে সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটে শুক্রবার রাতে।
দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের এজেন্ট নাজির হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছেÑ এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে।

৩৮নং ওয়ার্ডে নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরার তার কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ৬১নং ওয়ার্ডে জনতাবাগ হাইস্কুল, গেণ্ডারিয়া মনিজা রহমান হাইস্কুলের সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইশরাকের মিডিয়া বিভাগের প্রধান সৈয়দ এমরান সালেহ প্রিন্স ৬১নং ওয়ার্ডে জনতাবাগ হাইস্কুল ও গেণ্ডারিয়া মনিজা রহমান হাইস্কুলের ঘটনায় আওয়ামী লীগ ও পুলিশকে দায়ী করেছেন। এ ছাড়া গতকাল রাতে ঢাকা দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Comment here