ডোপ টেস্টে ধরা, চাকরি হারালেন পল্লবী থানার এসআই! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

ডোপ টেস্টে ধরা, চাকরি হারালেন পল্লবী থানার এসআই!

নিজস্ব প্রতিবেদক : ডোপ টেস্টে ধরা পড়ায় ঢাকা মহানগরের পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন মল্লিককে চাকরিচ্যুত করা হয়েছে। গত সোমবার মাদক সেবনের দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়।

সম্প্রতি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত সহস্রাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয়েছে। এর মধ্যে পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকও রয়েছেন। ডিএমপির সদর দপ্তরের তালিকা অনুযায়ী, এসআই আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে।

এছাড়াও এসআই আরিফ হোসেন মল্লিকের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বেশ কিছু অভিযোগ রয়েছে। একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনেও মাদক কারবারিদের সঙ্গে তার সখ্যতার বিষয়টি উঠে এসেছে। এক সময় থানার সবচেয়ে প্রভাবশালী অফিসারও ছিলেন তিনি।

 

সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাদে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে ওঠে এসআই আরিফের। একপর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। এছাড়া বেশ কয়েকটি মাদক স্পট থেকেও তিনি নিয়মিত টাকা নিতেন।

এ ব্যাপারে আরিফ বলেন, ‘সোমবার আমাকে রাজারবাগে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তবে তিনি চাকরিচ্যুত হওয়ার বিষয়টি এড়িয়ে যান।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ‘আরিফকে চাকরিচ্যুত করা হয়েছে শুনেছি। এখনো কাগজপত্র হাতে পাইনি। কাগজ না পেলে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

 

Comment here